।। জোসনা জামান, স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র ৯ দিন। প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজনৈতিক দল মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীরা। ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের পক্ষে লড়ছেন ইলিয়াস উদ্দিন মোল্লা, অন্যদিকে বিএনপি’র প্রার্থী আহসান উল্লাহ হাসান।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই নির্বাচনি এলাকায় দেখা যায় ইলিয়াস উদ্দিন মোল্লাকে। মিরপুর পল্লবী, দুয়ারীপাড়া এবং ইস্টার্ন হাউজিং এলাকায় এদিন গণসংযোগ করেন তিনি। ভোটারদের হাতে তুলে দেন লিফলেট।
বিএনপি’র কর্মী-সমর্থকরা প্রচারণা চালালেও মাঠে নেই আহসান উল্লাহ। স্থানীয়রা জানান, বিএনপি’র কর্মী-সমর্থকরা আহসান উল্লাহ হাসানের পক্ষে ভোট চেয়ে যাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন। তবে তাকে এখনও প্রচারণা চালাতে দেখিনি।
এদিন ইলিয়ার উদ্দিন মোল্লা গণসংযোগে বের হলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা তার সঙ্গে যোগ দেন। উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখতে তিনি ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানান। স্থানীয়রাও নৌকায় ভোট দেবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সারাবাংলা/জেজে/এটি