Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ মহাজোটকে ক্ষমতায় দেখতে চায়: আবু হোসেন বাবলা


২১ ডিসেম্বর ২০১৮ ০১:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, দেশের সিংহভাগ মানুষ মহাজোটকে ক্ষমতায় দেখতে চায়। কারণ এরশাদ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছিল, দ্রব্যমূল্য ছিল জনগণের ক্রয়ক্ষমতা মধ্যে। সন্ত্রাসী কর্মকাণ্ড কমে গিয়েছিল। সেই ধারা অব্যাহত রাখাতে দেশবাসী ফের মহাজোটকে ক্ষমতায় দেখতে চায়।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শ্যামপুর এলাকায় লাল মসজিদ সড়কে তাঁতীলীগ আয়োজিত এক নির্বাচনি জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জনসভায় কদমতলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি তজুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ, সাবেক ছাত্রনেতা মনির হোসেন স্বপন এবং আরও অনেকে বক্তব্য রাখেন। পরে পোস্তাগোলা বালুর মাঠে শ্রমিকলীগ আয়োজিত আরেক নির্বাচনি জনসভায় যোগ দেন বাবলা।

অন্যদিকে, দিনভর গণসংযোগের মধ্যে ৩টি পথসভায় বক্তব্য রাখেন বাবলার স্ত্রী সালমা হোসেন। এদিন কদমতলী থানা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আলাদা আলাদাভাবে লাঙ্গলের পক্ষে প্রচার মিছিল করে।

আরও পড়ুন: এরশাদের নির্বাচনি প্রচারে নগরীতে জাপার মিছিল

সারাবাংলা/এএইচএইচ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর