।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
কুমিল্লা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ইউনুসের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা- এমন অভিযোগ উঠেছে। ইউনুস অভিযোগ করেন, দুর্বৃত্তরা তার বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে যোগাযোগ করা হলে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মো. ইউনুস স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, রাতে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন এবং বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। ঠিক তখনই এক দল সন্ত্রাসী তার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং বাড়ির সামনে ককটেল নিক্ষেপ করে।
সারাবাংলা/এএইচএইচ/এটি