।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আওয়ামী লীগের ৪ কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের উলালের টেক এবং ধানশালিক ইউনিয়নের হাসপাতাল সড়কে দুই দফায় হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ সময় দু’টি গাড়ি ও প্রচারণায় ব্যবহৃত মাইক ভাঙচুর করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা হাসান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে নির্বাচন করছেন। এদিন তিনি কবিরহাট উপজেলায় নির্বাচনি প্রচারণায় বের হয়েছিলেন।
এদিকে হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের কর্মীদের দায়ী করেছে স্থানীয় আওয়ামী লীগ।
সারাবাংলা/এএইচএইচ/এটি