Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর-৩ আসনে সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী


২১ ডিসেম্বর ২০১৮ ০৪:১৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ০৪:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

পিরোজপুর: নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পিরোজপুর-৩ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আশরাফুর রহমান।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে পিরোজপুর মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত পিরোজপুর-১ আসনের নৌকা প্রার্থী শ ম রেজাউল করিমের নির্বাচনি কার্যালয় এসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকারী কমিটির সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহা উদ্দিন নাছিম, দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিউল হক মিঠু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক এই সাংগঠনিক সম্পাদক দল থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতীক ছিল আপেল। আশরাফুর রহমান জানান, কেন্দ্রের নির্দেশে পিরোজপুর-৩ আসনে মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর কারণে তিনি নির্বাচন থেকে সরে এসেছেন।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর