।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বাগেরহাট: নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাধাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল খান মারা গেছেন। এ সময় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে কচুয়া উপজেলার সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের যশোরদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কামাল খান যশোরদি গ্রামের মতি খানের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের সমর্থক। নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন তারা। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন ছয়জন হলেন, রাসেল, পারভেজ, আবির,বায়জিদ, নুরুল ইসলাম ও হাসিব।
সারাবাংলা/এটি