Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থগিত হওয়া আসনগুলোতে পুনঃতফসিল বা ভোট স্থগিত চায় বিএনপি


২১ ডিসেম্বর ২০১৮ ১১:৪৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: যেসব আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন স্থগিত করা হয়েছে, সেসব আসনে পুনঃতফসিল অথবা ভোট স্থগিত করার দাবি জানিয়েছে বিএনপি।

শুক্রবার (২১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

তিনি বলেন, `তফসিল ঘোষণার পর আদালত কোনোভাবেই প্রার্থিতা স্থগিত করতে পারেন না। আদালতের এই আচরণ নিরপেক্ষ বলে মনে হচ্ছে না। আমাদের কাছে মনে হচ্ছে, একদম উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগ বিএনপির প্রার্থীদেরকে বাতিল করছে।’

নির্বাচন কমিশন, প্রশাসন ও বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের জন্য এক জোট হয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন এই জাতির জন্য সব চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ, প্রায় ১০ বছর পরে অনুষ্ঠেয় এ নির্বাচন আগামীতে এই রাষ্টের গঠন-কাঠামো, জনগণের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, ‘এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে, আগামী দিনগুলোতে জাতি একটি গণতান্ত্রিক ব্যবস্থা মধ্যে বাস করবে? নাকি একনায়কতন্ত্র বা স্বৈরাতন্ত্রের অধীনে বাস করবে? বাংলাদেশ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারবে, নাকি প্রভাবিত হয়ে চাপের মুখে ভিন্ন শক্তির মাধ্যমে পরিচালিত হবে? এই নির্বাচনে সিদ্ধান্ত গৃহিত হবে যে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, সেটির অস্তিত্ব থাকবে, কী থাকবে না?’

বিজ্ঞাপন

ইতোমধ্যেই নির্বাচন একটি প্রহসনে পরিণত হয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘নির্বাচন একটি তামাসায় পরিণত হয়েছে। গত ১০ বছরে অত্যাচার নিপীড়ন নির্যাতনের পরও বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করেছে একটিমাত্র কারণে— গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন, বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি।’

‘ইতোমধ্যে সবার কাছে প্রশ্ন দেখা দিয়েছে, আদৌ এই নির্বাচন অনুষ্ঠিত হবে কী না? অনেকেই বলেন লেভেল প্লেয়িং ফিল্ড। মাঠ-ই নেই, সমতল হবে কীভাবে?— প্রশ্ন ফখরুলের।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যখন ফাইনালি বলে দিল প্রার্থী বৈধ, তার পরে নির্বাচন চলাকালে হাইকোর্টের কোনো এখতিয়ার নেই প্রার্থীকে অবৈধ ঘোষণা করার? প্রার্থী মাঠে নামার পর নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালে যাওয়ার বিধান নেই। আমার দলের মনোনয়ন আমি কাকে দেব, সেটাও হাইকোর্ট থেকে বলে দেওয়া হচ্ছে। তাহলে আমি কী করে বুঝব যে, হাইকোর্ট থেকে আমি সুবিচার পাচ্ছি?’

‘জামায়াত-বিএনপির টাকা নিন, নৌকা মার্কায় ভোট দিন’— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির টাকা কই? আমরা তো জমি জমা বিক্রি করে নির্বাচনে অংশ নিয়েছি। তাছাড়া প্রধানমন্ত্রী এ কথা বলছেন কীভাবে? তিনি তো  প্রধানমন্ত্রী। তিনি এ কথা বলতে পারেন না। এটা তো সম্পূর্ণ অনৈতিক। এর চেয়ে অনৈতিক কথা আর কী হতে পারে?’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী সদস্য তাবিথ আউয়ালসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/জেএএম

প্রার্থিতা স্থগিত বিএনপি ভোট স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর