Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন অভিযোগে পুনরায় গ্রেফতার ঘসন


২১ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মোটরগাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিসানের সাবেক চেয়ারম্যান কার্লোস ঘসনকে নতুন অভিযোগে পুনরায় গ্রেফতার হয়ে গেছে। এতে করে তার জামিনে ছাড়া পাওয়ার সকল সম্ভাবনা বাতিল হয়ে গেল। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

বিগত মাস থেকেই আর্থিক তহবিলের অপব্যবহার ও ৮ কোটি মার্কিন ডলার সমপরিমাণ আয় গোপনের অভিযোগে অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন ঘসন। কিন্তু বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক আদালত তার শাস্তি বৃদ্ধির আবেদন প্রত্যাখ্যান করে দেয়। এতে করে ঘসনের জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু শুক্রবার (২১ ডিসেম্বর) নতুন করে গ্রেফতার হওয়ায় সে সম্ভাবনা বাতিল হয়ে গেল।

শুক্রবার প্রতারণার নতুন অভিযোগে ঘসনকে গ্রেফতার করা হয়। জাপানের টিভি চ্যানেল এনএইচকে অনুসারে, প্রসিকিউটররা এখন তার বিরুদ্ধে ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার সময় ব্যক্তিগত ১কোটি ৬০ লাখ ডলার লোকসান তিনি নিসানের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ এনেছে।

মোটরগাড়ি শিল্পে ঘসন বেশ প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। তার বিরুদ্ধে আনীত নতুন অভিযোগ নিয়ে তিনি এখনও কোন মন্তব্য করেননি। কিন্তু পূর্বের সকল অভিযোগ অস্বীকার করেছেন। তাকে গতমাসে টোকিওতে আর্থিক অসদাচরণের অভিযোগে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/ আরএ

গ্রেফতার ঘসন নিসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর