২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘এনডিএফ বিডি বিজয় বিতর্ক উৎসব- ২০১৮’
২১ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৫
।। সারাবাংলা ডেস্ক ।।
‘যুক্তির গানে, মুক্তির স্বাধীনতা’ স্লোগানে ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)- এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনডিএফ বিডি বিজয় বিতর্ক উৎসব- ২০১৮’। শনিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির চেয়ারম্যান এ.কে.এম শোয়েবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
শুক্রবার (২১ ডিসেম্বর) পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিনব্যাপী আয়োজনে ঢাকা বিভাগের সেরা সরকারি ও বেসরকারি বাংলা এবং ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১ হাজার জন মেধাবী শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটররা উপস্থিত থাকবেন।
বিতর্ক উৎসবের আয়োজনে থাকবে, বিতর্কের উপর কর্মশালা, আন্তঃস্কুল ও আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং কম্পিটিশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্ল্যানচ্যাট বিতর্কসহ বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনী।
এছাড়া, বর্ণাঢ্য র্যালি, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, সার্টিফিকেট প্রদান, পুরষ্কার ও উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। মডেল বিতার্কিকরা বিতর্ক উৎসবে উপস্থাপন, বাচনভঙ্গি, উচ্চারণ, বিতর্কের প্রস্তুতি, মাইকের ব্যবহার ইত্যাদি বিষয়ের উপর কর্মশালা পরিচালনার আয়োজন করা হয়েছে।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ- এনডিএফ বিডি এর চেয়ারম্যান এ কে এম শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, গণমাধ্যম ব্যক্তিত্ব রেজয়ানুল হক রাজা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী ও জনাব মফিদুল হক, চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান রনি, আরএফএল গ্রুপের হেড অব মার্কেটিং মোঃ কামরুজ্জামান কামাল, এনডিএফ বিডি এর মহাসচিব ডা. সোহানূর রহমান সোহান।
বিতার্কিকদের এই উৎসবে সহযোগী পার্টনার হিসেবে থাকছে, প্রাণ-আরএফএল গ্রুপ এবং মিডিয়া পার্টনার, চ্যানেল আই, দৈনিক ইত্তেফাক ও সারাবাংলাডটনেট।
সারাবাংলা/এনএইচ