মার্চে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ: মোস্তফা জব্বার
১২ জানুয়ারি ২০১৮ ১৫:৫৩
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: আগামী ২৭ থেকে ৩১ মার্চের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার।
শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি ভবনে ‘শেখ হাসিনার নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এগিয়ে যাওয়ার আরও চার বছর’ শীর্ষক প্রেস ব্রিফিং-এ তিনি একথা বলেন।
মোস্তফা জব্বার বলেন, “জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার ক্ষমতা আজ বাংলাদেশের আছে। শেখ হাসিনার সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ ঘোষণার এক বছর পর ব্রিটেন ও ইন্ডিয়া তাদের ‘ডিজিটাল ব্রিটেন’ ও ‘ডিজিটাল ইন্ডিয়া’ ঘোষণা করেছিল। ডিজিটালের ক্ষেত্রে বাংলাদেশই এগিয়ে আছে।”
তিনি বলেন, ‘বাংলাদেশের সকল নাগরিকের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হবে। ফোর-জি প্রক্রিয়াধীন রয়েছে।’
এ সময় মোস্তফা জব্বার জানান, আগামী ১৮ জানুয়ারি গাজীপুরের চন্দ্রায় কম্পিউটার কারখানা উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত চার বছরের সরকারে ডিজিটাল উন্নয়ন কর্মকাণ্ড একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আজকের যারা শিশু তারাই আগামী দিনের নেতা। শিশুদের জন্য হবে ডিজিটাল ক্লাসরুম।’
সারাবাংলা/এসও/আইজেকে