Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টারে জোট প্রধানের ছবি ব্যবহারে ইসির নির্দেশনা মানেননি মেনন


২১ ডিসেম্বর ২০১৮ ২০:৪৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ২০:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচনে অংশগ্রহণকারী জোটবদ্ধ দলগুলো তাদের নির্বাচনি পোস্টারে জোটপ্রধানের ছবি ব্যবহার করতে পারবেন না বলে ইলেকশন কমিশনের (ইসি) নির্দেশনা থাকলেও— ঢাকা-৮ আসনে মহাজোট প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নির্বাচনি পোস্টারে রয়েছে শেখ হাসিনার ছবি।

শুক্রবার (২১ ডিসেম্বর) ঢাকা-৮ আসনে রাশেদ খানের নির্বাচনি এলাকা ঘুরে বিভিন্ন স্থানে তার নির্বাচনি পোস্টারে জোট প্রধান শেখ হাসিনার ছবি দেখা গেছে।

পোস্টারে শেখ হাসিনার ছবি: মহাজোট প্রার্থীর বিরুদ্ধে ইসিতে অভিযোগ

এর আগে নির্বাচন কমিশন থেকে ঐক্যফ্রন্টকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপি প্রার্থী ব্যতীত অন্যান্য দলগুলোর প্রার্থীরা নির্বাচনি পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না।

বিজ্ঞাপন

ওই চিঠি পাওয়ার পর ঐক্যফ্রন্টের শরীক দলগুলোর পোস্টারে পরিবর্তন আনা হয়েছে। তবে বেশ কিছু জায়গায় মহাজোটের প্রার্থীদের পোস্টারে শেখ হাসিনার ছবি দেখা গেছে বলে অভিযোগ এসেছে ইসিতে।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে মতিঝিল শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়ক বিভাজনের ওপর বিদ্যুতের খুটির সঙ্গে রশি টাঙ্গিয়ে রাশেদ খান মেননের নির্বাচনি পোস্টার দেখতে পাওয়া যায়। পোস্টারে নৌকা মার্কার ওপরে এক কোণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও মাঝখানে রাশেদ খান মেননের ছবি দেখা যায়।

এ ব্যাপারে আরামবাগ এলাকার বাসিন্দা এমরানুল হাসান সারাবাংলাকে বলেন, ‘দুদিন আগে জানতে পারি, ঐক্যফ্রন্টের প্রার্থীরা ধানের শীষ ব্যবহার করলেও খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবেন না। এটি যদি হয়ে থাকে তাহলে তো মহাজোটের প্রার্থীরাও শেখ হাসিনার ছবি ব্যবহার করতে পারবে না। কিন্তু সেটি দেখা যাচ্ছে না। রাশেদ খান মেনন শেখ হাসিনার ছবি ঠিকই ব্যবহার করছেন।’

সেগুন বাগিচার বাসিন্দা রায়হান উদ্দিন মানিক বলেন, ‘বিএনপির প্রার্থী মির্জা আব্বাস তো পোস্টারই লাগাতে পারেনি। অন্য দিকে রাশেদ খান মেনন জোরালোভাবে প্রচার কাজ করছেন। এখন শুনছি ঐক্যফ্রন্টের অন্যান্য প্রার্থীরা পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবেন না। ভোটের মাঠ সবার জন্য সমান হওয়া প্রয়োজন।’

এ ছাড়াও রাজধানীর পল্টন, শান্তিনগর, রমনা, শাহবাগ, গুলিস্তান, দক্ষিণ কমলাপুর ও রাজারবাগ এলাকাতেও এসব পোস্টার চোখে পড়ে।

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন বলেন, ‘নিজ দল ছাড়া জোটের অন্যান্য দলগুলো শেখ হাসিনা বা খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবেন না। সে ক্ষেত্রে আমরা শুধু বিএনপিকে চিঠি দিয়েছি। আওয়ামী লীগ বা অন্য দলকে কোনো চিঠি দেওয়া হয়নি। তাদেরকেও আমরা বিষয়টি জানিয়ে দেবো। মহাজোটের প্রার্থীরা এরকম আচরণবিধি লঙ্ঘন করছে কি না তা খতিয়ে দেখা হবে।’

জানতে চাইলে ঢাকা-৮ আসনের বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘এ সংক্রান্ত ইসির কোনো নির্দেশনা পাইনি। আইনে শেখ হাসিনার ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলে পরবর্তী পোস্টারগুলোতে আর ব্যবহার করা হবে না। আজ যেসব পোস্টার দেখেছেন ওইসব আগেই লাগানো হয়েছিল। নতুন করে লাগানো হয়নি।

সারাবাংলা/ইউজে/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর