সিলেটে মাজার জিয়ারত শেষে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী
২২ ডিসেম্বর ২০১৮ ০৯:১৬
।। নৃপেন রায়, সিনিয়র করেসপন্ডেন্ট।।
সিলেট থেকে: সিলেট জেলার নামের সঙ্গে জড়িয়ে আছে পাহাড়, টিলা, ঝরনা, হাওড়, নদী, বন-বনানীর এক সবুজ ছায়ার প্রান্তর। ঘন সবুজে আচ্ছাদিত এক সবুজ নৈসর্গিক দৃশ্য। ব্রিটিশ উপনিবেশ থেকেই এ জনপদ ‘দুটি পাতা একটি কুঁড়ি’র দেশ হিসেবে সুপরিচিত। ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি খ্যাত সিলেটে আছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার। তাই, একাদশ জাতীয় নির্বাচনে হ্যাট্রিক জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হয়েছিল সিলেট থেকে। শনিবার (২২ ডিসেম্বর) মাজার জিয়ারত করে নির্বাচনি জনসভায় অংশ নিতে ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও শেখ হাসিনার জনসভা ঘিরে রেখেছে বাড়তি সতর্কতা।
এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেটবাসীর জন্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে নৌকায় ভোট চেয়ে প্রাক নির্বাচনী প্রচারণা শুরু করেন বঙ্গবন্ধু কন্যা।
তবে গত কয়েকটি জাতীয় নির্বাচনেই সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরুর রেওয়াজ থাকলেও এবার সে পথে না হেঁটে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামে দলটি। গত ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নির্বাচনি প্রচারযুদ্ধে নামেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন যাত্রাপথে তিনি রাজবাড়ী জেলার ভাঙ্গার মোড়, ফরিদপুরের মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়ার আরোয়া ইউনিয়ন, মানিকগঞ্জ পৌরসভা, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ (ধামরাই) ও সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ডের পথসভায় বক্তব্য রাখেন। এছাড়াও গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ি থেকে নেমে অপেক্ষারত নেতকার্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন।
এ ধারাবাহিকতায় শুক্রবার (২১ ডিসেম্বর) গুলশান ইয়থ ক্লাব মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেন। শনিবার দুপুর আড়াইটায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনি জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। এর পরেরদিন রোববার বেলা সাড়ে ১১টায় তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন। এরপর দুপুর আড়াইটায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দেবেন। এছাড়াও, সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে কয়েকটি জেলায় সংযুক্ত হয়ে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দেশবাসীর কাছে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাবেন আওয়ামী লীগ সভাপতি।
শনিবার সিলেটের জনসভা সফল করতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি অগ্রবর্তী টিম সিলেটে আসে। এই টিমে আছেন আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওসার। এই টিম শুক্রবার রাতে জনসভাস্থল পরিদর্শন করেন ও সংশ্লিষ্টদের সাথে প্রয়োজনীয় পরামর্শ করেন।
দলীয় সূত্রে জানা যায়, মযার্দাপূর্ণ সিলেট-১ আসনটিতে বিজয়ী হওয়ার ক্ষেত্রে একটি মিথ আছে। সরকার গঠনের ক্ষেত্রে এ আসনে জয় লাভের বিকল্প নেই এমন একটি মিথ দীর্ঘদিন থেকে চালু আছে। তাই এ আসন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে আওয়ামী লীগ। বিশেষ করে সিলেটের প্রতি আওয়ামী লীগ সভাপতির এক ধরনের দুর্বলতা সব সময়ই রয়েছে। তিনি ১৯৮১ সালের মে মাসে দেশে ফিরে ঢাকার বাইরে প্রথমেই সিলেট সফর করেছিলেন এবং জনসভায় বক্তব্য দিয়েছিলেন। তাই, সিলেট-১ আসন একটি মর্যাদাপূর্ণ আসন বলে খ্যাত। স্বাধীনতার পর থেকেই এ আসনে যে দলের প্রার্থী জয় পেয়েছেন, সে দলই সরকার গঠন করেছে এমনটিই মিথ প্রচলিত রয়েছে। বিশেষ করে ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে শুধু সিলেট-১ আসনে বিএনপির খন্দকার আবদুল মালিক জয়ী হয়েছিলেন। ওই নির্বাচনে বাকি ১৮টি আসনে দলীয় প্রার্থীরা পরাজিত হলেও সরকার গঠন করেছিল বিএনপি। তেমনিভাবে সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনেও দুইবার আওয়ামী লীগ ও একবার বিএনপির প্রার্থী এ আসনে জয়ী হলে তাদের দল সরকার গঠন করে। এর মধ্যে ১৯৯৬ সালে আওয়ামী লীগের হুমায়ুন রশীদ চৌধুরী (স্পিকার), ২০০১ সালে বিএনপির এম সাইফুর রহমান (অর্থ ও পরিকল্পনামন্ত্রী) এবং ২০০৯ সালে আওয়ামী লীগের আবুল মাল আবদুল মুহিত (অর্থমন্ত্রী) জয়ী হন। এ কারণেই আসনটি প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে খুব গুরুত্বপূর্ণ।
এরবার সিলেট-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই এ কে আবদুল মোমেন।
সারাবাংলা/এনআর/জেএএম