Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মারা গেছেন


২২ ডিসেম্বর ২০১৮ ১০:৩৬

সারাবাংলা ডেস্ক ।।

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের মুসল্লি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মিয়াহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আতিয়ার রহমানের মৃত্যুতে মুক্তিযুদ্ধে তার সহযোদ্ধা এবং দীর্ঘদিনের সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

আতিয়ার রহমান বায়তুল মুকাররম মার্কেট কমিটির সাবেক সভাপতি, লেদার মালিক কমিটির সভাপতি এবং মাদারীপুরের শেখ রাসেল ডিগ্রী কলেজের সভাপতি। এছাড়াও তিনি পূর্ব লুন্ডি জামে মসজিদের প্রতিষ্ঠাতা। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের শাপলা চত্বরে অবস্থানের ঘটনা এবং সেই রাতের তান্ডবে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে ব্যবসায়ীদের ক্ষতির প্রতিবাদে সোচ্চার অবস্থান নিয়েছিলেন আতিয়ার রহমান।

শনিবার সকালে ধানমন্ডি ১৫ নং স্টাফ কোয়াটার জামে মসজিদে এবং বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর