Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি গৌরব ৭১’র


২২ ডিসেম্বর ২০১৮ ১৩:১৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১৩:২৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াত নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদের প্রার্থিতা বাতিলের দাবি করেছে গৌরব ‘৭১ নামের একটি সংগঠন। শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক এফ এম শাহিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর পাঠানা হয়।

চিঠিতে বলা হয়েছে, সংবিধানের সঙ্গে জামায়াতের দলীয় গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় হাইকোর্ট দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল করেছে। এছাড়া, একাত্তরের ভূমিকার জন্য দলটিকে ‘ক্রিমিনাল দল’ আখ্যায়িত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, এই দলটির শীর্ষ পদে স্বাধীনতা বিরোধীদের থাকা উচিত নয়।

এমন অবস্থায় জামায়াতের শীর্ষ নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছে।

সংগঠনটি জানায়, নির্বাচন কমিশন যাতে এমন ব্যবস্থা করে যাতে জামায়াত এর প্রার্থীরা কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।

সারাবাংলা/ জিএস/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর