।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিগত দিনের নির্বাচনের মতো নয়। নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার দিক দিয়ে এবারের নির্বাচন অতীতের চেয়ে শান্তিপূর্ণ ও স্মরণীয় হবে বলে মনে করছে ইলেকশন মনিটরিং ফোরাম।
গুলশান লেকশোর হোটেলে ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত ‘অগ্রগতির বাংলাদেশ, জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনটির নির্বাহী পরিচালক সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা প্রশংসনীয়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়, আমাদের নির্বাচনি প্রক্রিয়াতেও পরিবর্তন হয়েছে। যে পরিবর্তন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক সে পরিবর্তনকে আজ সকল রাজনৈতিক দল সাদরে গ্রহণ করেছে।’
‘রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন অধিকতর শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে। ইলেকশন মনিটরিং ফোরাম শুধুমাত্র ভোটের দিন পর্যবেক্ষণ করবে না। নির্বাচনের সার্বিক অবস্থা ও সংশ্লিষ্ট সকলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে সাধারণ জনগণের মতামত নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে’ বলেন অধ্যাপক আবেদ আলী।
আলোচনা সভায় আলোচক ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, সাবেক নির্বাচন কমিশনার এম শাহনেওয়াজ, বিচারপতি আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ওহিদুজ্জামান, ব্যারিস্টার তুহিন আফরোজ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামান, নাট্যব্যক্তিত্ব শহিদুল আলম সাচ্চু, জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম, পোশাক শিল্প-মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম।
এ ছাড়া ওই অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থানরত ইরাক, ইরান, আফগানিস্তানসহ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/একে