Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যালটের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দিতে হবে: সৈয়দপুরে ফখরুল


২২ ডিসেম্বর ২০১৮ ১৪:২৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১৮:২৭

।। সুমন মুখার্জী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নীলফামারী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে সরকারের ষড়যন্ত্রের জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ব্যালটের মাধ্যমে সরকারের ষড়যন্ত্রের জবাব দিন। নির্বাচনের ভোট গণনা পর্যন্ত আপনারা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেবেন।’

শনিবার (২২ ডিসেম্বর) নীলফামারীর সৈয়দপুরে নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার জনরায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর এ কারণে জনগণের কাছে হেরে গিয়ে কোর্টে আশ্রয় নিয়েছে নৌকা।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার বেলা ১১টা ৫ মিনিটের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

সৈয়দপুর নির্বাচনী প্রচারণা শেষে বিএনপি মহাসচিব দিনাজপুর যাবেন। বিকেলে সেখানে তিনি নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

সারাবাংলা/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর