Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোড়ানে সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ


২২ ডিসেম্বর ২০১৮ ১৫:০২

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়ার্কশপের চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. দুলাল (৩০), মো. রবিউল ইসলাম (৩২), মো. হৃদয় হোসেন (১৫) ও আনিসুর রহমান (৩২)।

তাদের সহকর্মী সাইফুল ইসলাম জানান, তারা গোড়ান ৮ নং রোডে অবস্থিত আইডিয়াল ওয়ার্কশপের শ্রমিক। ওই ওয়ার্কশপে কাজ করার সয় তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন। পরে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, চার শ্রমিকের হাত-মুখসহ শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে হৃদয়ের অবস্থা গুরুতর।

সারাবংলা/এসএসআর/একে

ওয়ার্কশপ খিলগাঁও গ্যাস সিলিন্ডার

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর