Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে পড়ে নিহত ২১


২২ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

নেপালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি অঞ্চলে একটি বাস খাদে পড়ে কলেজ শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন। বাসটি শুক্রবার (২১ ডিসেম্বর) শিক্ষা সফর শেষে ডং জেলা থেকে গোহারিতে ফিরছিল। পথিমধ্যে তুলসিপুরে এই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

পুলিশ জানায়, কৃষ্ণা সেন ইচ্ছুক পলিটেকনিক ইনস্টিটিউট-এর ঐ শিক্ষক ও শিক্ষার্থীরা ফিল্ড ট্রিপে গিয়েছিল। ফেরার পথে  বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ৭০০ মিটার নিচে গিরিখাদে পড়ে, এরপর নদীতে ডুবে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এরমধ্যে দু-তিনজনের অবস্থা গুরুতর।

রয়টার্স জানায়, দূরবর্তী অঞ্চল হওয়ায় সেখানে উদ্ধার তৎপরতা শুরু করতে বেগ পেতে হচ্ছে।

অসমতল সড়ক ও পাহাড় ঘেরা নেপালে সড়ক দুর্ঘটনা স্বাভাবিক ঘটনা। গত সপ্তাহেও নাওকত জেলায় সড়ক দুর্ঘটনায় বিশ জনের মৃত্যু হয়েছিল।

সারাবাংলা/এনএইচ

বাস খাদে শিক্ষা সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর