Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় সেলিমা আহমাদের নির্বাচনি প্রচারের সময় বোমা হামলা


২২ ডিসেম্বর ২০১৮ ১৭:০৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

কুমিল্লা-২ আসনে (হোমনা-তিতাস) আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহমাদ নির্বাচনি জনসভায় যাওয়ার পথে বোমা হামলার শিকার হয়েছেন। পুলিশ ও সেলিমা আহমাদের পরিবার সূত্র জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে জনসভায় যাওয়ার পথে বোমা হামলার শিকার হন।

এ ব্যাপারে সেলিমা আহমাদের স্বামী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতলুব আহমাদ সারাবাংলাকে বলেন, ‘বোমা হামলার ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। আল্লাহর রহমতে তারা বেঁচে গেছেন। এ এলাকায়  অনেক জামায়াত-শিবির রয়েছে। বিভিন্ন স্থানে তারা লুকিয়ে আছে। জামাত-শিবিরই এ ঘটনা ঘটিয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার ওসি সৈয়দ মো. এহসানুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘দুপুর সাড়ে বারোটার দিকে সেলিমা আহমেদ জনসভায় যাওয়ার পথে দড়িকান্দি ব্রিজের উত্তর দিকের রাস্তায় পৌছালে সেখানে বোমার বিস্ফোরণ ঘটে।’

বিজ্ঞাপন

সেখানে অনেক ঝোপ-জঙ্গল আছে। হয়তো কেউ বোমা পুঁতে রেখেছিল অথবা নিক্ষেপ করেছে বলে আমরা ধারণা করছি, বলেও জানান তিনি।

এ ছাড়া সেখানে ঘটনার আলামত পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তবে এ ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। আমরা অনুসন্ধান ও তদন্ত করছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/ইএইচটি/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর