Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাটউইক বিমানবন্দর এলাকায় ড্রোন ওড়ানোর ঘটনায় আটক ২


২২ ডিসেম্বর ২০১৮ ১৭:৫০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের আশেপাশে ড্রোন ওড়ার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। ড্রোন দেখার পর বুধবার (১৯ ডিসেম্বর) হতে বিমানবন্দরটিতে বিমান উঠা-নামা বন্ধ ছিল। তবে রোববার(২৩ ডিসেম্বর) থেকে পুরোদমে বিমান চলাচল শুরু হবে। খবর বিবিসির।

সাসেক্স পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার (২১ ডিসেম্বর) এক পুরুষ ও নারীকে গ্রেফতার করা হয়। ‘অপরাধ সংক্রান্ত’ আলামত রয়েছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় বাতিল হয়েছে ১ হাজার ফ্লাইট ও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি প্রায় ১ লাখ ৪০ হাজার যাত্রী।

ড্রোন সংক্রান্ত যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন গেটউইক বিমানবন্দরের অফিসার জেমস কলিস। এসব ব্যাপারে পুলিশকে সাহায্য করতে স্থানীয়দের অনুরোধ করেছেন তিনি।

বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, নিরাপত্তাই গ্যাটউইকের সর্বোচ্চ অগ্রাধিকার। যাত্রীদের ধৈর্যধারণের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই।

সারাবাংলা/এনএইচ

গ্যাটউইক বিমানবন্দর ড্রোন উড্ডয়ন