নির্বাচন নিয়ে উত্তেজনা আছে, এটা সিরিয়াস কিছু না : সিইসি
২২ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ময়মনসিংহ: নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে ২৫ ডিসেম্বর থেকে নির্বাচনি তদন্ত কমিটি কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম নূরুল হুদা। তিনি বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারত্ব নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে।’
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি নূরুল হুদা আরো বলেন, ‘সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ও পেশাদারিত্বের ভিত্তিতে প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে নিরপেক্ষতা বজায় রেখে যতটুকু করা দরকার ততটুকু করতে হবে। ভোটারদের আস্থার জায়গায় আপনাদের থাকতে হবে তারা যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে। বিশেষ করে সংখ্যালঘুদের আলাদাভাবে নজর দিতে হবে তাদের মধ্যে যেন কোনো শঙ্কা না থাকে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ, ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশন প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ৭৭ পদাতিক বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, ৩৯ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ, ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার উদ্দিন, আঞ্চলিক নির্বচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. সারোয়ার হোসেন প্রমুখ। এসময় বিভাগীয় পর্যায়ের জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রোববার নির্বাচন কমিশনে একটি বোর্ড মিটিং হবে। সেই মিটিং এ আদালতের আদেশ বিশ্লেষণ করে জামায়াতের ওই ২২ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ এসময় তিনি আরো বলেন, ‘নির্বাচন বানচাল করার কোনো পরিস্থিতি নেই, পরিবশেও নেই। কারো সাহসও নেই। যেসব আসনে প্রার্থিতা স্থগিত এবং বাতিল করা হয়েছে সেখানে নতুন করে প্রার্থীতা দেবারও কোনো সুযোগ নেই।’
সারাদেশের কোথাও কোথাও সহিংসতা হতেই পারে উল্লেখ করে সিইসি আরো বলেন, ‘নির্বাচন একটা বড় ধরনের আয়োজন। স্থানীয়ভাবে কর্মীদের মধ্যে উত্তেজনা থাকবে না এটা আশা করা যায়না। এটা সিরিয়াস কিছু না। তুলনামূলকভাবে অন্যান্য নির্বাচন থেকে এবারের নির্বাচনে নিয়ন্ত্রণ বহির্ভূত কিছু নেই।’
সারাবাংলা/এসএমএন