Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির প্রার্থী শূন্য আসনে পুনঃতফসিল দাবির বিপক্ষে আ.লীগ


২২ ডিসেম্বর ২০১৮ ১৯:১৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আদালতের রায়ে বিএনপির প্রার্থী শূন্য আসনে পুনঃতফসিল দাবির বিরোধিতা করে নির্বাচন কমিশনে আবেদন করেছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্বনয়কারী ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু কিছু আসনে বিএনপি প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়েছে। আমরা জানতে পেরেছি, বিএনপি ওই সব আসনে পুনঃতফসিলের আবেদন করেছে। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধানের আওতায় ওই সব আসনে পুনঃতফসিলের কোনো সুযোগ নেই। সুপ্রিম কোর্টের আদেশেও ওই সব আসনে পুনঃতফসিলের কোনো নির্দেশনা নেই। নির্বাচন কমিশনের কাছে এই ধরনের পুনঃতফসিলের জন্য বিএনপির আবেদনের জোরালোভাবো বিরোধিতা করেছি।

আবেদন জমা দেওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আক্তরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছেন, পুনঃতফসিলের কোনো পদক্ষেপ নেওয়ার আগে আইনকানুন খতিয়ে দেখবেন তারা।’

তিনি আরও বলেন, ‘আমরা আজ যে কারণে নির্বাচন কমিশনে এসেছি- হঠাৎ করে লক্ষ্য করলাম, ওবায়দুল কাদেরের প্রচারণায় হামলা, প্রতিমন্ত্রী আফসারুল ইসলামের চট্টগ্রাম মিছিলে হামলা, শুক্রবার রাতে মুক্তগাছায় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করা হয়। দুঃখজনক ঘটনা হলেও ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরে হিন্দুদের ওপর হামলা করা হয়েছে। এছাড়াও ওখানে গান পাওডার ব্যবহারের তথ্যও আমরা পেয়েছি। এই ঘটনাগুলো আমরা ২০১৩, ১৪ ও ১৫ সালে লক্ষ্য করেছি। আমরা আশঙ্কা করছি, জনগন্নাথপুরের এই ঘটনা সারাদেশে ছড়িয়ে পড়তে পারে।’

‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যখন সব রাজনৈতিক দলগুলোর ইশতেহার পর্যালোচনা করে আওয়ামী লীগের ইশতেহারে যখন আশ্বস্ত হয়েছে, তখন সংখ্যালঘুদের আক্রমণের ষড়যন্ত্র করা হচ্ছে’, বলেন তিনি।

সারাবাংলা/জিএস/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর