Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চট্টগ্রামবাসী নয়, বাদল নিজে ফকিরনির পুত’


২২ ডিসেম্বর ২০১৮ ২১:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচনি প্রচারে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মঈনউদ্দিন খান বাদলের তীব্র সমালোচনা করেছেন চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ) বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বাদলের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় বিভিন্ন পথসভায় সুফিয়ান বলেন, ‘চট্টগ্রামের মানুষ ফকিরনির পুত নয়, বাদল সাহেব নিজে মানসিক ও রাজনৈতিকভাবে ফকিরনির পুত ছিলেন। আওয়ামী লীগের নৌকার ওপর ভর তিনি রাজার পুতে পরিণত হয়েছেন।’

শনিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে আবু সুফিয়ান নগরীর হামিদচর, গোলাম আলী নাজির পাড়া, চর রাঙ্গামাটিয়া, কামাল বাজার, মৌলভী বাজার, সরালিয়া পাড়া, উত্তর মোহরা, পশ্চিম মোহরা, মধ্যম মোহরা, কাপ্তাই রাস্তার মাথা, জানে আলী স্টেশন এলাকায় গণসংযোগ করেন।

গত ১৯ ডিসেম্বর নগরীর লালদিঘী মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদল বলেন, ‘আমরা চাটগাঁইয়ারা বলি—১০ বছর আগে আমরা ছিলাম ফকিরনীর পুত। ১০ বছর পরে আমরা হয়েছি রাজার পুত। এই যে পরিবর্তন—এই পরিবর্তনটা আপনার নেতৃত্বে এসেছে।’

বাদলের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার বিভিন্ন পথসভায় আবু সুফিয়ান বলেন, ‘মঈনুদ্দিন খান বাদল চট্টগ্রামের মানুষের শত বছরের ঐতিহ্যের ওপর কালিমা লেপন করেছেন। চট্টগ্রামের মানুষকে দেশে ও বিদেশে হেয় প্রতিপন্ন করেছেন। বনেদি ব্যবসায়ী ও ধনাঢ্য শ্রেণীর মানুষ হিসেবে দেশে-বিদেশে চট্টগ্রামের যে সুখ্যাতি, তা এক ধুলোয় মিশিয়ে দিয়েছেন।’

সুফিয়ান আরও বলেন, ‘বাদল সাহেব গত ১০ বছর ক্ষমতায় থেকে কালুরঘাট সেতু নির্মাণ করতে পারেননি। কিন্তু এখন নির্বাচনে এসে ৬ মাসের মধ্যে সেতু করবেন বলে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন।’

বিজ্ঞাপন

সুফিয়ান জনগণকে মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হয়ে ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।

গণসংযোগে সুফিয়ানের সঙ্গে ছিলেন নগর বিএনপির সহসভাপতি ও মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু ও আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীসহ নেতা-কর্মীরা।

সারাবাংলা/আরডি/এমআই

আবু সুফিয়ান চট্টগ্রামবাসী ফকিন্নির পুত মঈনউদ্দিন খান বাদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর