।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: তিনদিনের মাথায় আবারও বন্দরনগরী চট্টগ্রামে এসে নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়েছেন একঝাঁক তারকা। চলচ্চিত্র ও নাট্যজগতের তারকারা গ্রামের ভেতরে হেঁটে নৌকায় ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেছেন।
পর্দার মানুষগুলোকে সামনসামনি একবার দেখার জন্য তারকারা যেখানেই গেছেন—সেখানেই নেমেছিল মানুষের ঢল। শিল্পীরা ভক্তদের সঙ্গে হেঁটেছেন আর নৌকা মার্কার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতি আদায় করেছেন। গ্রামে-গ্রামে ঘুরে তারকা শিল্পীদের গণসংযোগ নৌকার পক্ষে প্রচারণায় ভিন্নমাত্রা দিয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে এবং পার্শ্ববর্তী ফেনী জেলায় গণসংযোগ করেন শিল্পীরা। এরপর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে এসে কোতোয়ালী-বাকলিয়া আসনের প্রার্থী মহিবুল হাসান চৌধুরীর পক্ষে প্রচার চালান।
তারকা শিল্পীদের মধ্যে ছিলেন একাত্তরে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে টেলিভিশন অভিনেত্রী শমী কায়সার, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, মীর সাব্বির, মাহফুজ আহমেদ, বিজরী বরকতউল্লাহ, তানভীন সুইটিসহ আরও কয়েকজন শিল্পী।
শিল্পীরা মিরসরাই উপজেলা সদর, করেরহাট, নিজামপুরে গ্রামের ভেতরে গিয়ে গণসংযোগ করেন। এ সময় চট্টগ্রাম-১ আসনের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জন্য ভোট চেয়ে তারা বিভিন্ন পথসভায় বক্তব্যও রাখেন।
অভিনেত্রী শমী কায়সার সারাবাংলাকে বলেন, ‘যুদ্ধাপরাধী, ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে এই নির্বাচন বাঙালির জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধের। বাঙালি কোনদিন পরাভব মানেনি। এই নির্বাচনেও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নৌকাকে জয়ী করবে জনগণ—সেই বিশ্বাস আমাদের আছে। এ ছাড়া দেশে যে উন্নয়ন-অগ্রগতি শুরু হয়েছে—সেটা ধরে রাখতে হলে নৌকার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনাকেই আবারও প্রধানমন্ত্রী করতে হবে, সেই বার্তাটা আমরা মানুষকে দিয়েছি।’
এর আগে শনিবার সকালে চট্টগ্রামে এসে শুরুতেই মিরসরাইয়ে যান শিল্পীরা। সন্ধ্যায় তারা ফিরে আসেন নগরীতে। রাতেই তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) চলচ্চিত্র তারকা ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী রোকেয়া প্রাচী, তারিনসহ একঝাঁক শিল্পী এসে চট্টগ্রাম নগরী, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।
সারাবাংলা/আরডি/এমআই