Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলগুলোকে সহিংসতা এড়ানোর আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের


২২ ডিসেম্বর ২০১৮ ২২:১০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ২২:২৬

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সহিংসতা এড়ানোর জন্য দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ হবে বলে আশা করছি। এজন্য সব দলকেই সহিংসতা এড়িয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। সংঘাত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবের সমাপনী পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা (এনজিও) ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘তরুণরাই পারে পৃথিবীকে পরিবর্তন করতে। পরিবর্তনের জন্য সংখ্যা কোনো বিষয় না। আমরা চাই, কর্ম উদ্দীপনা ও উৎসাহী যুবসমাজ পৃথিবীকে পরিবর্তন করবে।’

শিক্ষার্থীরা বাংলাদেশে আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধী দল হিসেবে বিতর্কে অংশ নেয়।

এদিন সকাল ১০টায় বিতর্ক উৎসবের উদ্বোধন করেন টিএসসির মহাপরিচালক অধ্যাপক ড. এম জিয়াউল হক মামুন। বিতর্কে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন ঢাবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক মাহবুবা নাসরিন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত ৬ মাস ধরে ‘শান্তিতে বিজয়’ কর্মসূচি পালন করছে। তারা বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল থেকে শুরু করে গ্রামীণ পর্যায় পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জনসচেতনতা তৈরিতেও কাজ করে যাচ্ছে।

সারাবাংলা/কেকে/টিআর

আর্ল রবার্ট মিলার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর