Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ


২২ ডিসেম্বর ২০১৮ ২২:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

হবিগঞ্জ :  হবিগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী জিকে গউছের গণসংযোগে হামলা ও ভাংচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে আওয়ামী লীগের একটি নির্বাচনি কার্যালয়েও হামলার অভিযোগ পাওয়া গেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছ অভিযোগ করে বলেন, তিনি রাত ৮টার দিকে তার কর্মী সমর্থকদের নিয়ে শায়েস্তাগঞ্জে গণসংযোগ করছিলেন। হঠাৎ আওয়ামী লীগের লোকজন লাঠিসোটা হাতে নিয়ে তাদের উপর আক্রমন চালায়। এতে তার বহরে থাকা চার থেকে পাঁচটি গাড়ি ভাংচুর করা হয়। এসময় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। তার দাবি, নির্বাচনের পরিবেশকে নষ্ট করতে এবং ভোটার ও কর্মী সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এ ধরনের হামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

আহত নেতাকর্মীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ছালেক মিয়া জানান, সন্ধ্যার পর তিনিসহ তার লোকজন দলীয় নির্বাচনি কার্যালয়ে গল্পগুজব করছিলাম। হঠাৎ করে বিএনপি-জামায়াতের লোকজন সেখানে হামলা ও ভাংচুর চলায়। এতে তাদের কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করা হয়। এতে তাদের ৫ জন নেতাকর্মী আহত হন।

সারাবাংলা/এসএমএন

হবিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর