Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের আড়ায় স্ত্রীর মরদেহ, স্বামী আটক


২২ ডিসেম্বর ২০১৮ ২৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুমারপাড়া গ্রামে নিজের বাড়িতে ওই নারীর মরদেহ পাওয়া যাবে।

নিহত নারীর নাম মুক্তা খাতুন। তিনি সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার আউলাদ মিয়ার মেয়ে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক রফিউদ্দোলা জানান, দীর্ঘদিন ধরেই মুক্তার সঙ্গে তার স্বামী কবিরের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। ধারণা করা হচ্ছে শুক্রবার (২১ ডিসেম্বর) রাতের কোনো এক সময় মুক্তাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেন কবির। এরপর মরদেহটি ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। দুপুরে বাড়ি ফিরে নিজেই চিৎকার করে লোকজন জড়ো করেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে কাছে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

রফিকউদ্দোলা বলেন, ময়নাতদন্তের জন্য মুক্তার মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মুক্তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএমএন

আড়াইহাজার শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর