Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীন ফিলিস্তিনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ


২৩ ডিসেম্বর ২০১৮ ০২:১৭

।। সারাবাংলা ডেস্ক ।।

স্বাধীন ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ফিলিস্তিনে অধিকারের প্রতি বাংলাদেশ অঙ্গীকার অব্যাহত রাখবে এবং সবসময় দেশটির জনগণের পাশে দাঁড়াবে।

শনিবার (২২ ডিসেম্বর) রাতে আল-আকসা মসজিদ ও ফিলিস্তিন রাষ্ট্রের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ আহমেদ হোসাইন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন— সাক্ষাতে শেখ হাসিনা সে কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘তার (বঙ্গবন্ধু) পদাঙ্ক অনুসরণ করে আমরা ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রেখে চলেছি।’

প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধুর গভীর সম্পর্ক এবং ফিলিস্তিনি ভাইদের প্রতি এবং একটি স্বাধীন ফিলিস্তিনের জন্য তাদের বৈধ আকাঙ্ক্ষার প্রতি তার দৃঢ় সংহতির কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, মুসলিম উম্মাহর মধ্যে কোনো সংঘাত তৈরি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।

শেখ হাসিনা তিউনিসিয়ায় এক শীর্ষ সম্মেলনে পিএলও নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন।
ফিলিস্তিন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে গ্র্যান্ড মুফতি বলেন, ‘বাংলাদেশ আমাদের দ্বিতীয় নিবাস।’

বিজ্ঞাপন

তিনি বঙ্গবন্ধুকে একজন ‘মহান মানুষ’ উল্লেখ করে ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য মহান নেতা বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে শেখ মোহাম্মদ আহমেদ আস্থা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। তিনি বলেন, প্রতিটি ফিলিস্তিনি উপলব্ধি করে যে, বাংলাদেশ ফিলিস্তিনিকে জোরালোভাবে সমর্থন করে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেবল আমাদের প্রেসিডেন্ট নন, ফিলিস্তিনের সকল জনগণ আপনাকে ফিলিস্তিন সফরের আমন্ত্রণ জানান।’

গ্র্যান্ড মুফতি ‘জেরুজালেম ফিলিস্তিনের চিরদিনের কেন্দ্রীয় রাজধানী’ শীর্ষক একটি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

সাক্ষাৎ শেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য কামনা করে একটি মোনাজাত পরিচালনা করেন।

প্রেস সচিব বলেন, শেখ মোহাম্মদ আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ফিলিস্তিন’ শব্দ খচিত একটি স্কার্ফ উপহার দেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বাসস।

সারাবাংলা/টিআর/এসএন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর