Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোট বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট’


২৩ ডিসেম্বর ২০১৮ ০৩:২০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুষ্টিয়া: বিএনপি-জামায়াত ও জাতীয় ঐক্যফ্রন্ট ভোট বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাসস্ট্যান্ডে এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাসদ নেতা মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাসদ নেতা আহম্মদ আলী, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, নারী জোট নেত্রী আফরোজা হক রিনা।

সভায় তথ্যমন্ত্রীর সমর্থনে কয়েক হাজার নারী-পুরুষ সমবেত হন এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।

হাসানুল হক ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে নানা উছিলা তৈরি করে বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আরেকটি অস্বাভাবিক, অন্ধকার সরকার ক্ষমতায় আনার জন্য।

তিনি বলেন, সকল সন্ত্রাসী ও ’৭১, ’৭৫-এর খুনীদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত। তাই কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামী ৩০ ডিসেম্বর যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে।

সারাবাংলায় পড়ুন: সংবাদ সংগ্রহে মোটরসাইকেল ব্যবহারে ‘নিষেধাজ্ঞা’ ইসির

সারাবাংলা/টিআর/এসএন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর