।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
রংপুর: একাদশ জাতীয় নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জে জনসভাস্থলে পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রোববার (২৩ ডিসেম্বর) সকালে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান তিনি। সেখান থেকে গাড়িতে করে রংপুরের তারাগঞ্জ যান প্রধানমন্ত্রী।
সেখানে দিনের প্রথম কর্মসূচি তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার পর, রংপুর-২ আসনের (তারাগঞ্জ-বদরগঞ্জ) নির্বাচনি জনসভায় দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের পক্ষে জনসভায় ভাষণ দেবেন তিনি।
আরও পড়ুন: সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পরে দুপুরে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। দুপুর আড়াইটায় এই জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। এসব জনসভায় অংশ নিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে দেশবাসীর প্রতি আহবান জানাবেন দলীয় প্রধান শেখ হাসিনা। সেই সাথে নেতা কর্মীদের নানা দিক নির্দেশনা দেবেন। রংপুর-৬ আসনে নির্বাচন করছেন জাতীয় সংসদের স্পিকার ও আওয়ামী লীগ প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী
সারাবাংলা/জেএএম