Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের পরিবেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে না: বিজিবি মহাপরিচালক


২৩ ডিসেম্বর ২০১৮ ১৩:৩১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৯:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক সাফিনুল ইসলাম বলেছেন, নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে একটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। তবে নির্বাচন ঘিরে উদ্ভূত কোনো পরিস্থিতি হলে বিজিবি তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

চট্টগ্রাম-১১ (পটিয়া) ক্যাম্প পরিদর্শন শেষে রোববার (২৩ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।

নির্বাচনকালীন দায়িত্ব পালন সম্পর্কে বিজিবি মহাপরিচালক বলেন, ‘নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছে তা বিজিবি সঠিকভাবে পালন করতে পারব বলে মনে করি। নির্বাচনের পরিবেশ বিজিবির কাছে মোটেও চ্যালেঞ্জিং মনে হচ্ছে না।’

বিজ্ঞাপন

মেজর জেনারেল সাফিনুল ইসলাম আরও বলেন, ‘১৮ তারিখ থেকে আমরা কাজ শুরু করেছি। ২০ ডিসেম্বর থেকে মাঠে বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা এখনও পরিস্থিতি খুব খারাপ দেখি নাই। দুয়েকটি জায়গায় বিশৃঙ্খলা ছিল পুলিশের পাশাপাশি আমরা গিয়ে সেটা নিয়ন্ত্রণে এনেছি।’

বিজিবি মহাপরিচালক বলেন, ‘সারাদেশে ১১১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। চট্টগ্রাম অঞ্চলে ১৪৫ প্লাটুন বিজিবি। প্রতিটি উপজেলায় ৪ থেকে ৬ প্লাটুন এবং মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ৩-৪ প্লাটুন করে বিজিবি থাকবে।’

সারাবাংলা/আরডি/একে

একাদশ নির্বাচন জাতীয়-নির্বাচন বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর