Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিলং থেকে স্ত্রী’র জন্য ভোট চাইছেন সালাউদ্দিন আহমেদ


২৩ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৮

।। ওমর ফারুক হিরু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কক্সবাজার: স্ত্রী হাসিনা আহমেদের জন্য ভোট চেয়েছেন ভারতে থাকা তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর জন্য ভোট চেয়েছেন তিনি।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

তার স্ত্রী সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসিনা আক্তার –ধানের শীষ প্রতীক নিয়ে পুরোদমে নির্বাচনি প্রচারনা চালাচ্ছেন নির্ধারিত চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনে।

এরই মধ্যে, শনিবার মধ্যরাতে ফেসবুকে ভিডিও’র মাধ্যমে ধানের শীষে ভোট চান সালাহউদ্দিন আহমেদ। ভিডিওতে তিনি বলেন, আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত ও আইনের শাসন প্রতিষ্ঠায় আরও একবার ধানের শীষে ভোট দিতে হবে। তিনি আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বর বিএনপির বিজয় দিবস সূচনা হবে।

উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২০১৫ সালের ১১ মার্চ ভারতের শিলং শহরের গলফ মাঠ থেকে পুলিশের হাতে আটকের পর থেকে আইনি জটিলতাসহ নানা কারণে দেশে ফিরতে পারেননি সালাহউদ্দিন আহমেদ।

সারাবাংলা/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর