Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সমান সুযোগ নিশ্চিত করুন’—সেনাবাহিনীকে ফখরুল


২৩ ডিসেম্বর ২০১৮ ১৬:২০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি )

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। নির্বাচনে সেনা মোতায়েনের ২৪ ঘণ্টা আগে তিনি এ আহ্বান জানালেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে— যা এতদিন মোটেও বিদ্যমান ছিল না।’

‘আমরা আশা করি, আমাদের দেশের গর্বিত সেনাবাহিনীর প্রতিটি সদস্য জনগণের স্বার্থের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন এবং কোনভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর পক্ষে কাজ করবেন না। বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত; কোনো ব্যক্তির স্বার্থ রক্ষার কারণে তাদের সুনাম ক্ষুন্ন হতে পারে না’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/এমআই

সমান সুযোগ নিশ্চিত করুন সেনাবাহিনীকে ফখরুলের আহ্বান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর