গাইবান্ধা-৩ আসনের নির্বাচন ২৭ জানুয়ারি
২৩ ডিসেম্বর ২০১৮ ২০:৪৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আগামী ২৭ জানুয়ারি গাইবান্ধা-৩ আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রোববার ( ২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশনের কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।
এর আগে, গত ১৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে এই আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। পরে আজ রোববার নির্বাচন কমিশনের কমিশন সভায় ২৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে পুনঃতফসিলের সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন- গাইবান্ধা-৩ আসনে ভোট স্থগিত
ইসি সচিব জানান, পুনঃতফসিল অনুযায়ী, আগামী ২ জানুয়ারি পর্যন্ত এই আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বর্ষীয়ান রাজনীতিক ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে লড়ছিলেন।
গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৪ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন ফজলে রাব্বী। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি। ফজলে রাব্বী বিভিন্ন সময়ে বাংলাদেশের ভূমি মন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ও সংস্থাপন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, নির্বাচনি আসনগুলোর জন্য ব্যালট পেপার ছাপানোর বিষয়টিও আজকের কমিশন সভার আলোচ্য বিষয় ছিল। এ বিষয়ে ইসি সচিব বলেন, তিনশ আসনের মধ্যে ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হবে। এছাড়া, একটি আসনে ভোট স্থগিত রয়েছে। ফলে বাকি ২৯৩টি আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে। এর মধ্যে ২২৩টি আসনে ব্যালট পেপার ছাপানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আদালতের নির্দেশনায় প্রার্থিতা নিয়ে জটিলতার কারণে বাকি আসনগুলোর ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ করা যায়নি। এগুলোর ব্যালট পেপার ছাপানোর কাজও শিগগিরই শেষ হবে।
সারাবাংলা/জিএস/জেডএফ/টিআর