Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দীতে জনসভা করতে ইসির শরণাপন্ন ঐক্যফ্রন্ট


২৩ ডিসেম্বর ২০১৮ ২০:৪১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর সোহরাওয়ার্দীতে জনসভা করতে পুলিশের অনুমতি না পেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে রোববার (২৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান লিখিত আবেদনে বলেন, সকল জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি প্রচারণার শেষ পর্যায়ে রাজধানী শহরসহ সকল শহর, নির্বাচনি এলাকার উল্লেখ্যযোগ্য স্থানে জনসভা করা নির্বাচনি প্রচারণার অনিবার্য অংশ হিসেবে পালিত হয়ে আসছে। সে অনুযায়ী আমরা জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকার পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছিলাম।

তিনি বলেন, কিন্তু গত রাতে পুলিশ কমিশনারের পক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর বিজভীকে ফোন করে জানানো হয়, আগামীকাল ২৪ ডিসেম্বরের পর ঢাকায় কোনো জনসভা করার অনুমতি দেওয়া হবে না। পুলিশ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং আমাদের নির্বাচনি প্রচারণার যৌক্তিক ও আইনি অধিকার থেকে বঞ্চিত করার সামিল।

জাতীয় ঐক্যফ্রন্ট যেন ২৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে পারে, সে মর্মে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

নজরুল ইসলাম খান বলেন, ২৪ ডিসেম্বর রাজধানীতে প্রধানমন্ত্রীর জনসভার পর আর কোনো জনসভাবেশ করতে দেওয়া হবে না, এটা বলা আরপিও’র লঙ্ঘন। নিয়ম অনুযায়ী ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত জনসভা করার সুযোগ রয়েছে। পুলিশ কেন এটা না করছে, তা আমাদের বোধ্যগম্য নয়।

বিজ্ঞাপন

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, এখন পর্যন্ত বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা অব্যহত রয়েছে। আজ (রোববার) সকালে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী কর্নেল (অব.) বাহারকে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় পুলিশ উপস্থিত থাকলেও বিএনপি নেতাকর্মীদেরই আটক করেছে। এটা দুঃখজনক ঘটনা।

তিনি বলেন, নোয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী মো. শাহজাহান চর জব্বার এলাকাতে গেলে আওয়ামী লীগ হামলা করে। আটক করা হয় বিএনপির প্রার্থীদেরই। এছাড়াও কুমিল্লার মুরাদনগর, নাঙ্গলকোট, দেবীদ্বার ও ফরিদপুরের সালথা থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের হয়রানি গ্রেফতার করছে। এজন্য তাদের প্রত্যাহার দাবি করেছে ঐক্যফ্রন্ট।

সশস্ত্র বাহিনী মোতায়েন নিয়ে নজরুল ইসলাম খান বলেন, সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও আস্থার প্রতীক। বিশ্বের বহু দেশে শান্তি স্থাপন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে সহযোগিতা করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছে।

সারাবাংলা/জিএস/টিআর

জাতীয় ঐক্যফ্রন্ট নজরুল ইসলাম খান সোহরাওয়ার্দীতে জনসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর