Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির কাছে বিএনপি-ঐক্যফ্রন্টের মতো সমান সুযোগ চায় আ.লীগ


২৩ ডিসেম্বর ২০১৮ ২২:৩৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টের মত লেভেল প্লেইং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিতের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এখন পর্যন্ত ৫ জন নেতাকর্মী বিএনপি-জামায়াতের আক্রমণে নিহত হয়েছে বলেও দাবি দলটির।

রোববার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছে অভিযোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানানো আওয়ামী লীগের প্রতিনিধি দল।

তারা বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের ওপর নির্যাতন চলছে। এসব নির্যাতনে এখন পর্যন্ত পাঁচজন নিহত এবং ২৫০ জন আহত হয়েছে। এছাড়া বসতবাড়ি দোকানপাটসহ ১১টি গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।’

আওয়ামী লীগের নেতারা বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হামলা চালিয়ে যাচ্ছে। তারা ২০১৩ সালের মতো সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চলেছে। যা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে বাধা। এ অবস্থা চলতে থাকলে আমাদের জন্য নির্বাচন করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।’ তাই প্রধান নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আখতারুজ্জামান, রিয়াজুল কবির কাওসারসহ প্রমুখ।

সারাবাংলা/জিএস/এমও

আওয়ামী লীগ একাদশ জাতীয় নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর