Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে দুষ্কৃতিকারীদের কোন প্রকার সুযোগ দেয়া হবে না


২৪ ডিসেম্বর ২০১৮ ০৩:৪৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খাগড়াছড়ি: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল দলের নেতাকর্মীদের আচরন বিধি মেনে চলার আহবান জানিয়েছেন সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লে.কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন নির্বাচনে দুষ্কৃতিকারীদের কোন প্রকার সুযোগ দেয়া হবে না।’

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ির মানিকছড়িতে নির্বাচন বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়ের সঞ্চালনায় সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় অন্যান্যের মধ্যে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, নির্বাচন কর্মকর্তা সুদৃষ্টি চাকমা, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, নির্বাচন কর্মকর্তা রনি কুমার দে বক্তব্য রাখেন।

এসময় জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, মানিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, মানিকছড়ি সাবজোন অধিনায়ক ক্যাপেটন নাজিউর, গুইমারা সাবজোন অধিনায়ক ক্যাপেটন ফয়সাল, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা পরিষদ ম্রাগ্যা মারমা’সহ ২ উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এসএন

খাগড়াছড়ি নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর