Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে সাহারা মিলের আগুন নিয়ন্ত্রণে


২৪ ডিসেম্বর ২০১৮ ০৯:৫০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া বাজার এলাকায় সাহারা নামের একটি ঝুট কাপড়ের মিলে আগুন লাগলে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একযোগে কাজ করে।

সোমবার (২৪ ডিসেম্বর) ভোরে ওই মিলে আগুন লাগে।

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে, ফায়ার সার্ভিস সূত্র।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ‘আজ সকাল ৬টার দিকে কেওয়া বাজার এলাকার সাহারা মিলের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুন আরও ব্যাপকভাবে গুদামে ছড়িয়ে পড়লে গাজীপুর, ভালুকা ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সম্মিলিতভাবে তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সারাবাংলা/এমআই

আগুন নিয়ন্ত্রণে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর