Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবছা পৃথিবীতে রৌদ্রের কাব্য


২৪ ডিসেম্বর ২০১৮ ১০:৫৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৫:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

সকালে উঠে ইদানিং চোখে একটু ধাঁধা লাগে, মনে হয় এটা কোনো বাস্তব নয়, ধোঁয়ার মাঝে হেটে বেড়ানো কোনো দুর্বোধ্য শিল্পকর্ম, হয়তো স্বপ্ন, হয়তো পরাবাস্তব।

দিন এগুতেই সূর্য একটু নড়ে চড়ে বসে, তার উপস্থিতি টের পেয়ে দুষ্ট শিশুর মতো পালিয়ে যায় কুয়াশা। সেই নরম কুয়াশা মাখা সূর্যটাও খুব আরামের হয়। রোদ্দুরের ওম নিয়ে সেই গানটার কথা মনে হয়, একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবেই… সেই ভোরটাই যেন এটা!

অন্য কোথাও হোক না হোক ঢাকাতে তো অবশ্যই। আজকে আকাশে মাত্র ৩১ শতাংশ মেঘ। যত শীত হোক, যত কুয়াশা হোক, যত ভ্রম হোক সব কেটে যাবে রৌদ্রের আগমনে।

বিজ্ঞাপন

আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬! ভাবা যায়, এই তেতে থাকা ঢাকা আজ কত মোহনীয়, এদিকে ভোর রাতে তাপমাত্রা কমে হবে ১৪ ডিগ্রি। উত্তর বঙ্গে তো শৈত্যপ্রবাহ এসেই পড়েছে।

রোদকে ধন্যবাদ এমন দিনে আমাদের পাশে থাকার জন্য। নাহলে এই শীতের সুন্দর স্বপ্নময় দিনগুলো ভয়ংকর হয়ে যেতে পারত!

শুভ হোক আমাদের সারাটাদিন।

সারাবাংলা/এমএ/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর