Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত


২৪ ডিসেম্বর ২০১৮ ১১:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নওগাঁ: খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সান্তাহারে লাইনচ্যুত হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সান্তাহার পৌঁতা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘সীমান্ত ট্রেনটি সান্তাহার স্টেশন হয়ে পৌঁতা রেলগেট এলাকা অতিক্রম করার পরপরই মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের দায়িত্বরতরা ঘটনা বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন। পরে সকাল ৯টার দিকে দুর্ঘটনা কবলিত বগিসহ ৪টি বগি রেখে ট্রেনটি গন্তব্যে ছেড়ে দেওয়া হয়।’

ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী, ঢাকা ও দক্ষিনাঞ্চলের সঙ্গে সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

ট্রেনের বগি লাইনচ্যুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর