Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাল দখলকারীদের প্রতি প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি


২৪ ডিসেম্বর ২০১৮ ১৫:৩০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছি। এ উন্নয়নের ধারাবাহিকতা থাকা একান্তভাবে দরকার। সেদিকে লক্ষ্য রেখেই মহাপরিকল্পনা হাতে নিয়েছি। কাজেই যারা খাল দখল করতে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে খাল দখল করা বন্ধ করার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন জাতি গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেখ হাসিনার আগমন উপলক্ষে জনসভায় ঢল নামে জনতার।

শেখ হাসিনা বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে সরকার গঠন করি। ২০০৯ থেকে আজকে ২০১৮। ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে। এই মানুষ হত্যা করাই ছিল তাদের কাজ। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের প্রতিরোধ করে। নির্বাচন হয়, আমরা জয়ী হয়ে সরকার গঠন করি। পরপর দুবার একটানা ক্ষমতায় ছিলাম বলে—আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। মানুষের জীবনমান বদলেছে—উন্নত হয়েছে। স্বাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। ছেলেমেয়েরা পড়াশোনা করছে। দেশের মানুষের ভাগ্য আমরা গড়ে দিয়েছি। নিজের ভাগ্য গড়ার জন্য না। বাংলাদেশের জনগণের ভাগ্য গড়ার জন্যই আমার রাজনীতি। আমার তো হারাবার কিছু নেই। বাবা-মা সব হারিয়েছি। বাংলাদেশের জনগণ; যে জনগণের জন্য আমার বাবা সারাজীবন কষ্ট করেছেন। নিজের জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন। সেই জনগণের ভাগ্য গড়াটাই হচ্ছে—আমার একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে কাজ করে আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে শুরু করেছি। আগামী নির্বাচনে যদি আমরা জয়ী হয়ে আসতে পারি তাহলে এই দেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না, প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আমরা সেইভাবে পরিকল্পনা নিয়েছি।’

বিজ্ঞাপন

‘নৌকায় ভোট দিন, আমি আছি আপনাদের সেবায়’

বিএনপি-জামায়াত সরকারের মেয়াদে রাজধানীর দুরবস্থার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এই ঢাকায় পানির জন্য হাহাকার ছিল। এক গাড়ি পানি কিনতে যেখানে দুইশ টাকা লাগার কথা—সেখানে ১৫ টাকা দিয়ে কিনতে হতো। আর বিদ্যুতের লোডশেডিংই বেশি থাকত। বিদ্যুৎই ছিল না। রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশনের করুণ অবস্থা ছিল, একটা অসনীয় অবস্থার সৃষ্টি হয়েছিল।’

‘যেজন্য বিএনপির এমপিরা জনগণের রুদ্ররোষে পতিত হয়েছিল। এমনকি জনগণের ধাওয়া খেয়ে বিএনপির এমপিরা পালাত। যার জন্য এক এমপির নামই হয়ে গেল, দৌড় সালাহউদ্দিন। কারণ জনগণ তাদেরকে ধাওয়া করেছিল। কারণ পানি, বিদ্যুৎ দিতে পারেনি। এই অবস্থা ছিল। কিন্তু গত দশ বছরে আমরা ব্যাপক উন্নয়ন করেছি।’

সরকারের টানা মেয়াদে পানি, বিদ্যুৎ ও কর্মসংস্থানসহ জনগণের কল্যাণে বিভিন্ন সমস্যা সমাধানের কথা তুলে ধরেন শেখ হাসিনা। পাশাপাশি বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদে কামরাঙ্গীচরবাসীসহ ঢাকার দুরবস্থার চিত্র তুলে ধরে বর্তমান সরকারের মেয়াদে জনগণের নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা বলেন—শেখ হাসিনা।

শেখ হাসিন বলেন, ‘এই ঢাকা শহরে বস্তিগুলির চরম দুরবস্থা। সেই কারণে আমরা ওই বস্তিবাসীরা যেখানে ভাড়া দিয়ে থাকে, কিন্তু সেখানে নানা ধরনের সমস্যা ভোগ করতে হয়। এই ভাড়ায় তারা যাতে ফ্ল্যাট বাড়িতে থাকতে পারে। আমরা সেই দিকে লক্ষ্য রেখে এই এলাকায় দশ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি।’

‘বস্তিতে যেমন কেউ দৈনিক হিসাবে ভাড়া দিয়ে থাকতে পারে এই ফ্ল্যাটগুলিতেও সেভাবে থাকা যাবে। কাজেই কেউ যদি দৈনিক হিসেবে ভাড়া দিয়ে থাকতে চায়, এই ফ্ল্যাটেও দৈনিক ভাড়া দিতে পারবে। কেউ সাপ্তাহিক ভাড়া দিয়েও থাকতে পারবে। অথবা মাসিক ভাড়া দিয়েও ওই ফ্ল্যাটে তারা বসবাস করতে পারবে এবং সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। সেই ভাবে ঢাকা শহরে আমরা ফ্ল্যাট নির্মাণ করে বস্তিবাসীদের থাকার ব্যবস্থা করে দেবো। যেন বস্তিতে মানবেতর জীবনযাপন কারও করতে না হয়। সেই পরিকল্পনা আমরা নিয়েছি।’

বিজ্ঞাপন

ঢাকা শহর ঘিরে রিং রোড তৈরি এবং যে রিং রোডটা হবে সম্পূর্ণ এলিভেটেড তার পরিকল্পনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ঢাকা শহর ঘিরে ৫টি নদী খনন করে তার নাবত্য ফিরিয়ে এনে সেটার সৌন্দর্য আরও বৃদ্ধি করা হবে।’

‘এই খালটা আমি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি মনে করি প্রত্যেকটি এলাকায় জলাধার থাকা উচিত। এই খাল বন্ধ হওয়া উচিত না। কাজেই আমি মেয়র সাহেবকে বলবো, একটা প্রকল্প নিয়ে এই খালটা উদ্ধার করে খালে যাতে আরও ভাল পানি থাকে সেই পানির ব্যবস্থা করা যাতে এই এলাকার মানুষ কোনো আগুন লাগলে যেন পানি পায়। সেই ব্যবস্থাটা আমি করবো।’

‘কাজেই এটার যে চরম অবস্থা আমরা দেখছি এবং ময়লা ফেলে ফেলে বন্ধ করা হচ্ছে। ভূমিখেকোরা ইতোমধ্যে খালের অনেক অংশ দখল করে নিয়েছে। আমি মনে করি, কোনো জলাধার বন্ধ করা উচিত না। বরং এর সৌন্দর্য বৃদ্ধি করা, দুই পাড় বেঁধে দেওয়া এবং পানি যাতে নিষ্কাশন হয় তার ব্যবস্থা করে দিতে হবে। তাহলে পরিবেশটাও ভাল থাকবে। বাতাস স্বচ্ছ ও সুন্দর থাকবে। মানুষও বসবাসের জন্য আরও আরামদায়ক হবে। আমরা সেই ব্যবস্থা করতে চাই। কাজেই যারা আজকে এই খাল দখল করতে যাচ্ছে তাদেরকে বলবো, এই দখল করা বন্ধ করতে হবে।

ঢাকাসহ সমস্ত বাংলাদেশেই ব্যাপক উন্নয়নের কাজ করে যাচ্ছি দাবি করে আওয়ামী লীগ সভাপতি ঢাকা শহরকে উন্নত করতে ইতোমধ্যে এলিভেটেড রাস্তা নির্মাণের কাজ, মেট্রোরেল নির্মাণ করে যানজট সমস্যা দূরীকরণে ফ্ল্যাইওভার নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে বলেন—এই উন্নয়নের ধারাবাহিকতা থাকা একান্তভাবে দরকার।

তিনি আরও বলেন, ‘ঢাকায় আমরা পাতাল রেল করবো। তার সমীক্ষার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। এই পাতাল রেলও আমরা করে দেবো। আর নদীগুলো খনন করে এই নৌপথও সচল করে দেবো। এভাবে ঢাকার সৌন্দর্য বৃদ্ধি হবে। মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। যানজট মুক্ত হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা মহাপরিকল্পনা হাতে নিয়েছি।’

‘গোটা বাংলাদেশ ব্যাপী পরিকল্পনা আছে। এই ঢাকায় ১১টি সরকারি স্কুল ও কলেজ তৈরি করে দিচ্ছি। যাতে আমাদের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ আরও সৃষ্টি হয়। অর্থাৎ আমরা সারাদেশটাকেই সার্বিকভাবে উন্নয়নের মহাপরিকল্পনা নিয়েছি।’

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সদস্য মোফাজ্জল হোসন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহাজোটের প্রার্থী ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র সাইদ খোকন, মহাজোটের প্রার্থী সাবের হোসেন চৌধুরী, আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, হাজী সেলিম, হাবিবুর রহমান মোল্লা, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার, সেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওসার, যুবলীগ ঢাকা মহনগর দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট, ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমআই

খাল দখলকারীদের প্রতি প্রধানমন্ত্রীর কঠোর হুশিয়ারি প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর