Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০


২৪ ডিসেম্বর ২০১৮ ১৫:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর: লক্ষীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এ্যানিসহ দুপক্ষের অন্তত ৩০ আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সোমবার (২৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার শান্তির হাট বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষীপুর

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সকালে এ্যানির পূর্ব-নির্ধারিত গণসংযোগে যুবলীগ ও ছাত্রলীগের লোকজন হামলা করে। এসময় এ্যানি, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনসহ ২০ জন আহত হন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনার জন্য ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় পুলিশের ২ সদস্য আহত হয়।

অপরদিকে জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু দাবি করেন, এ্যানি চৌধুরীর গণসংযোগ থেকে যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা করা হয়। এতে ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম রাজুসহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সারাবাংলা/এনএইচ

লক্ষীপুর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর