Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নৌকায় ভোট দিন, আমি আছি আপনাদের সেবায়’


২৪ ডিসেম্বর ২০১৮ ১৫:২৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৬:২২

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আমি আছি আপনাদের সেবায়। আপনাদের সেবা করাই আমাদের কাজ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণামূলক এ জনসভায় সাধারণ মানুষের ঢল নামে। জনসভায় শেখ হাসিনা ঢাকা দক্ষিণের মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা সারাদেশেই সার্বিকভাবে উন্নয়নের মহাপরিকল্পনা নিয়েছি। এরই মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে; এর ধারাবাহিকতা বজায় রাখা একান্তভাবে প্রয়োজন। তাই, আমি আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করবো, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে যারা ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত জোট তারা জনগণের কল্যাণে কোনো কিছু দিতে পারে নাই। কিন্তু নিজেরা অর্থ সম্পদের মালিক হয়েছে, বিদেশে পাচার করেছে। সেই অর্থ পাচার করতে যেয়ে ধরাও খেয়েছে। তারা দেশের মানষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে মানুষ হত্যা করেছে।

আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। তাই, এই ১০ বছরে যে উন্নয়ন হয়েছে আর ভবিষ্যতে যে পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হলে সরকারের ধারাবাহিকতা একান্তভাবে প্রয়োজন। তাই আপনাদের কাছে, আমার আবেদন থাকবে, আমরা ঢাকা দক্ষিণে যাদের প্রার্থী করেছি তাদের বিজয়ী করবেন। যোগ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুইপার কলোনীর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বহুতল ভবনে ফ্ল্যাট নির্মাণ করার উদ্যোগের উদাহরণ দিয়ে আগামীতে উত্তর সিটি করপোরেশনেও করে দেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের যেকোনো মানুষ সুন্দরভাবে বাঁচবে। খালি বড়লোকরা ফ্ল্যাটে থাকবে তা হবে না। আমার দরিদ্র মানুষও ফ্ল্যাটে থাকবে। আমরা সেই ব্যবস্থাই তৈরি করে দিচ্ছি। আমার রাজনীতিটাই হচ্ছে এ দেশের কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের জন্য। তাই আপনাদের কাছে আমরা ভোট চাই। আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলবো।

‘২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো। ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। ২১০০ সালে এই বাংলাদেশ বিশেষ একটা সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠবে। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হবে। সেই সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আমি আছি আপনাদের সেবায়, আপনাদের সেবা করাই আমাদের কাজ’। বলেন প্রধানমন্ত্রী।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত জনসভায় সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সদস্য মোফাজ্জল হোসন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহাজোটের প্রার্থী ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র সাইদ খোকন, মহাজোটের প্রার্থী সাবের হোসেন চৌধুরী, আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, হাজী সেলিম, হাবিবুর রহমান মোল্লা, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার, সেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওসার, যুবলীগ ঢাকা মহনগর দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট, ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদসহ অনেকেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর