Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ফলাফল ভালো হয়েছে : গণশিক্ষামন্ত্রী


২৪ ডিসেম্বর ২০১৮ ১৫:২৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করায় এবার ফলাফল ভালো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

সোমবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে ফলাফল নিয়ে করা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করেছে আর অভিভাবকরাও সচেতন ছিল বলে ফলাফল ভালো হয়েছে। এবার এমসিকিউ ছিল না। এবারের পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগও কেউ করেনি।’

আরও পড়ুন: জেএসসিতে ৮৫.৮৩%, পিইসিতে ৯৭.৬০% পাস

তিনি জানান, এবার পাসের হার ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর ২৬ লাখ ৫২ হাজার ৮৯৬ জন পরীক্ষা দিয়ে ২৫ লাখ ৮ হাজার ৯০৪ জন পাস করেছে। তার মধ্যে ১২ লাখ ১১ হাজার ৬০০ জন ছাত্র ও ১৪ লাখ ৪১ হাজার ২৯৬ জন ছাত্রী রয়েছে।

প্রাথমিক সমাপণী ও ইবতেদায়িতে ছেলেদের পাসের হার ৯৭.৪৮ শতাংশ, আর মেয়েদের পাসের হার ৯৭.৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন। তার মধ্যে ছেলেরা পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৪১১ জন ও মেয়েরা পেয়েছে ২ লাখ ৬ হাজার ৭৮২ জন বলে জানান মন্ত্রী।

সারাবাংলা/এইচএ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর