Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা থানার ওসি‘র প্রত্যাহার দাবি


২৪ ডিসেম্বর ২০১৮ ১৭:২২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কুমিল্লার দুই থানা মুরাদনগর ও বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার চেয়ে সিইসিকে চিঠি দিয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষের প্রার্থী কেএম মুজিবুল হক। সোমবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর তিনি চিঠি দেন।

চিঠিতে তিনি বলেন, মুরাদনগরে পুলিশের কারণে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ প্রশাসন সরাসরি নৌকা প্রতীকের পক্ষে অবস্থান নিয়ে ধানের শীষের নেতাকর্মী ও ভোটারদের তাড়িয়ে বেড়াচ্ছে। বাড়ি বাড়ি তল্লাশি করে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এ পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ১১ জনকে অস্ত্রের মুখে জিম্মি করেছে ক্ষমতাসীনদের ক্যাডারবাহিনী।

পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল শিকদারকে রাতের আধারে পুলিশ গ্রেফতার করে। তার কাছে ১০টি ককটেল পাওয়া গেছে দেখিয়ে কাল্পনিক মামলা করা হয়েছে। তাই অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য মুরাদনগর ও বাঙ্গরা থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান কুমিল্লা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী।

সারাবাংলা/জিএস/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর