Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনা মোতায়েনে হয়রানি বন্ধ হবে, আশা ত্রিশালের বিএনপি প্রার্থীর


২৪ ডিসেম্বর ২০১৮ ১৯:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ: সেনাবাহিনী মোতায়েন হলে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপির প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. মাহবুবুর রহমান লিটন এমন আশা প্রকাশ করেন।

ধানের শীষের এই প্রার্থী অভিযোগ করে বলেন, `প্রতীক বরাদ্দের পর তিনটি বানোয়াট ও মিথ্যা মামলায় প্রায় ২০০ বিএনপি নেতাকর্মীকে আসামি এবং ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগের লোকজন ঘটনা ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে এসব মামলা দিচ্ছে। আওয়ামী লীগ প্রার্থীর ইন্ধনে মামলাগুলো দায়ের করে ভোটারদের মাঝে ভীতি সঞ্চার করা হচ্ছে। যাতে ভোটারগন ভোট দিতে না যায়। সরকার দলীয় প্রার্থীর লোকজন বিএনপির লোকজনকে হুমকী দিচ্ছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, বিএনপি নেতা মনজুরুল ওয়াহেদ নিক্সন প্রমুখ।

সারাবাংলা/এসএমএন

ত্রিশাল ময়মনসিংহ-৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর