Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন অভিযোগে ফের কারাগারে নওয়াজ শরিফ


২৪ ডিসেম্বর ২০১৮ ১৯:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

নতুন দুর্নীতির অভিযোগে আরও সাত বছরের কারাদণ্ড হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। ইসলামাবাদের দুর্নীতি-বিরোধী আদালত সোমবার (২৪ নভেম্বর) তাকে সম্পত্তি ও বিনিয়োগের গ্রহণযোগ্য হিসেব দিতে না পারায় এই কারাদণ্ড দিয়েছে। এর আগে জুলাই মাসে অপর এক মামলায় তার ১০ বছর কারাদণ্ড হয়েছে। খবর বিবিসির।

নওয়াজ তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন। জুলাইয়ে হওয়া কারাদণ্ডে সেপ্টেম্বরে জামিন পান তিনি। কিন্তু দেশটির গত জাতীয় নির্বাচনের সময় কারাবাসী হয়ে ছিলেন সাবেক এই পাক-নেতা। ওই নির্বাচনে ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পায়। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার ইসলামাবাদে রায় ঘোষণার সময় কড়া নিরাপত্তা বজায় ছিল। নওয়াজ নেতৃত্বাধীন সাবেক ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সমর্থকরা জানিয়েছে, তাদের নেতাকে পুনরায় কারাগারে পাঠানো হলে, গণবিক্ষোভ করবে তারা।

সোমবার নিরাপত্তাকর্মীরা পিএমএল-এন সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুঁড়েছে ও লাঠি চার্জ চালিয়েছে।

নওয়াজ জানিয়েছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

ইসলামাবাদের জবাবদিহিতা আদালত রায়ে জানিয়েছেন, নওয়াজ সৌদি আরবে তার একটি ইস্পাত কারখানার আয়ের যথাযথ হিসেব দিতে পারেননি। এই আদালতই পূর্বে তাকে অন্য একটি অভিযোগ থেকে নিষ্কৃতি দিয়েছিল।

স্থানীয় পত্রিকা অনুসারে, নওয়াজের দুই ছেলে হাসান ও হুসেইনকে পলাতক ঘোষণা করা হয়েছে। তারা বর্তমানে পাকিস্তানে নেই।রায় ঘোষণার পর নওয়াজকে আদালতের ভেতরেই গ্রেফতার করা হয়েছে। খুব শীঘ্রই তাকে কারাগারে পাঠানো হবে।

সারাবাংলা/ আরএ

কারাগার দুর্নীতি নওয়াজ শরিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর