Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট কেনার টাকা আসে মালয়েশিয়া থেকে


২৪ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভোটকেনার জন্য টাকা বিতরণকালে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দুই কর্মীকে আটক হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে, এই টাকা আসে মালয়েশিয়া থেকে।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম সারাবাংলাকে জানান, আমরা জানতে পেরেছি মির্জা আব্বাসের ভাই মির্জা খোকন মালয়েশিয়া থেকে টাকা পাঠিয়েছেন।

তাদের মধ্যে যে কথোপকথন হয়েছে- এই টাকা ভোটারদের মধ্যে বিলি করা হবে। গতকাল (২৩ ডিসেম্বর) টাকা আসে। আজ সকাল থেকে তা বিলি করার কথা ছিল। বিষয়টি জানতে পেরে গোয়েন্দা সদস্যরা আগেই তাদের ধরে ফেলে।

বিজ্ঞাপন

এদিন (সোমবার) সকাল থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আতিকুল ইসলামের নেতৃত্বে একদল গোয়েন্দা সদস্য শাহজানপুর থানাধীন আল বারাকা হাসপাতাল এলাকায় অবস্থান নেন। আরেক দল অবস্থান নেয় মির্জা আব্বাসের বাসার কাছে।

আতিকুল ইসলাম আরও বলেন, সোমবার দুপুর ২টার দিকে কিছু লোক মির্জা আব্বাসের বাসা থেকে হাতে শপিং ব্যাগ নিয়ে বের হলে তাদের পিছু নেন গোয়েন্দা সদস্যরা। এক পর্যায়ে আল বারাকা এলাকায় প্রকাশ্যে ভোটারদের মধ্যে টাকা বিলি করতে দেখে শহীদুল ইসলাম ও মুহিত নামে দুইজনকে ৪ লাখ টাকাসহ আটক করা হয়। এ সময় আরও বেশ কয়েকজন পালিয়ে যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে ভোটারদের মধ্যে বিলি করার জন্য বিদেশ থেকে অনেক টাকা এসেছে। আমরা নজরদারি শুরু করার পর এটাই প্রথম টাকা বিতরণ। আরও অনেকে টাকা বিতরণ করবেন সে তথ্যও গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না।

ডিবি পূর্ব বিভাগের উপকমিশনার খোন্দকার নুরুন্নবী চৌধুরী বলেন, আটক দুইজন মির্জা আব্বাসের কর্মী বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা হবে। রিমান্ড চেয়ে আগামীকাল দুইজনকে আদালতে পাঠানো হবে। ভোটারদের মধ্যে টাকা বিতরণ নির্বাচনি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই মির্জা আব্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: মোবাইল ট্র্যাকিংয়ে ধরা পড়েন মির্জা আব্বাসের দুই কর্মী

সারাবাংলা/ইউজে/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর