Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাজোটের প্রার্থীকে সমর্থন দিয়ে সরলেন লাঙ্গলের প্রার্থী


২৪ ডিসেম্বর ২০১৮ ২২:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

হবিগঞ্জ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।

সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে জাপা প্রার্থী আতিকুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।

গত ২৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের পর থেকে আতিক হবিগঞ্জ-৩ আসনে কোন ধরনের প্রচার চালাননি। তবে তিনি হবিগঞ্জ-১ আসন থেকেও নির্বাচন করছেন।

এ ব্যাপারে আতিকুর রহমান বলেন, ‘আমি হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করায় হবিগঞ্জ-৩ আসন থেকে মহাজোটের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে গেলাম। হবিগঞ্জ-১ আসনে আমি নির্বাচনি কাজ চালিয়ে যাচ্ছি, আশা করি আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে হবিগঞ্জ-১ আসনে বিজয়ী করবেন ভোটাররা।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, হবিগঞ্জ ১ আসনে নৌকার প্রার্থী গাজী মোহাম্মদ শাহনেওয়াজ। এই আসনে মহাজোট থেকে নয় বরং জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন আতিকুর রহমান। অন্যদিকে, হবিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আবু জাহির। তিনিই মহাজোটের হয়ে লড়ছেন।

সারাবাংলা/এসএমএন

লাঙ্গল প্রতীক হবিগঞ্জ-১