Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে জেএসসিতে পাশের হার ৯৭ দশমিক ৫ ভাগ


২৫ ডিসেম্বর ২০১৮ ০৪:১২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বরিশাল: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৫ ভাগ। এই শিক্ষা বোর্ডে জিপিএ পাঁচ পেয়েছেন ৪ হাজার নয়শো ৬ জন শিক্ষার্থী। অন্যান্যবারের মত এবারও পাশের হার ও জিপিএ পাঁচ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

সোমবার দুপুর ১২টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম এই ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় তিনি বলেন, এবার বরিশাল বোর্ডে জেএসসি পরীক্ষায় ১ লাখ ১৪ হাজার আটশো ৫৭ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এদের মধ্যে ৬১ হাজার ৩শ জন ছাত্রী আর ৫৩ হাজার ৫শ৫৭ জন ছাত্র।

বিজ্ঞাপন

পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৫৯ হাজার নয়শো ৩ জন ছাত্রী আর ৫১ হাজার পাঁচশো ৬৬ জন ছাত্র। পাশের হারে ভোলা জেলা এগিয়ে রয়েছে। বিগত বছরের চেয়ে পাশের হার দশমিক ৭৩ ভাগ বাড়লেও জিপিএ ফাইভের সংখ্যা কমেছে ৩ হাজার ৫২৫ টি।”

এদিকে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গনে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ভাল ফলাফল হওয়ায় খুবই খুশি তারা।

 

সারাবাংলা/আরএফ 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর